জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

বাংলাদেশ ছাত্র আন্দোলনের গান (ভারতীয় শিল্পীর গান)

বাংলাদেশে চললো গুলি
আমার গায়ে রক্ত লেগে
সাঈদ (শঈদ) বা আক্তারের খুলি

আমায় ভাবায় কোন আবেগে।
আমায় ভাবায় কোন আবেগে।

ছাত্রদের কি বা দাবী
বেকারত্বের গনগনে আঁচ।
চাকরি চেয়ে মৃত্যুবরণ
নায়না দেখায় নগ্ন সমাজ।
আমার কাছে এটাই এখন
মুক্তিযুদ্ধ বাংলাদেশে।

গুলির সামনে বুক চিতিয়ে
আবু শহীদ এক নিমেষে।।
এখনো যারা নিজের খোপে
সুখি পায়রার জীবনে থাকো

রাষ্ট্র বনাম আবু শঈদের
শহীদ হওয়ার দৃশ্য দেখো।।

আমার চোখে ঘুম নেই আজ
চোখের পাতা আগুন খোঁজে।

এ আন্দোলন আমারও এখন
শতাধিক লাশ এই মগজে।।

লাশের ওপর আলোচনা দাও
মিলিটারি দিয়ে ছাত্রকে মার

প্রতিবাদী হওয়া অপরাধ হলে
আজ থেকে আমিও রাজাকার।।

ভিডিও