একবিংশ শতাব্দীর চব্বিশের কে সে তুমি?
রাষ্ট্রযন্ত্র যখন দানব পোষে, তার নিষ্ঠুর গুলির মুখে
ত্যাগের সুন্দর উদযাপনে দেখেছ নিরস্ত্র দু’হাতে
সত্যের সাহসী বুকে-জাগ্রত নতুন বাংলাদেশ!
বিংশ শতাব্দীর পরিক্রমা-
ভাষার বায়ান্ন
উর্দি ছেঁড়ার ঊনসত্তর
স্বাধীনতা সংগ্রামের একাত্তর
তারপর, আবারও উর্দি ছেঁড়ার নব্বই
প্রতিবারে প্রতিবাদ, প্রতিরোধ আর অধিকার প্রতিষ্ঠায়
জীবন বাজির বীরের লড়াই-
আবু সাঈদের বুক সে বিশ্বাসে নতুন শোভায়;
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখেছ সবাই
পরপর গুলিবিদ্ধ, তবু সে সটান-সাহসে সুঠাম বাংলাদেশ!
শোষিত বঞ্চিত মানুষের হয়ে
দুর্ভেদ্য জঞ্জালে চাপা পড়া সময়ের
পাষাণের শোষণ ও শাসনের বিরুদ্ধে দাঁড়ালে
তোমার জীবন দিয়ে অপার সাজালে-ঐক্যবদ্ধ বাংলাদেশ
স্বপ্নহারা বাংলার আকাশে অন্ধকারে
চিরচিহ্ন তারা তুমি-জ্বলজ্বলে দিশা;
নির্ভয় চিত্তের এক জীবন।