ঝড়ের পর মানুষ ঊর্ধ্বমুখি বৃষ্টির জন্য প্রার্থনা করছে অপেক্ষমান মানুষেরা বৃষ্টির জন্য , বৃষ্টিতে ধুয়ে যাবার পর ঝকঝকে রৌদ্রকরোজ্জ্বল দিবসের প্রতীক্ষায় রয়েছে। এতো এতো আলো কোথায় ছিল আলোর পাখিরা নিয়ে এলো আলো ঘোরতর অন্ধকারে জ্বলে ওঠা , ফিনিক দেয়া আলো ক্রমশ বিস্তৃত হলো।