তোমায় আপন করতে মোহপাশ কেটে বেরিয়ে আসতে দাও প্রভু মনোবল, কেন ডুবে মরি মিছে মায়াঘোরে এ সব যে নিষ্ফল! আলোর তরী ডুবায়ে কেন আঁধার পানে ছুটি, মিছে মোহে বিভোর হয়ে স্বপ্নে কাটাই ছুটি। মিথ্যে কাজে সময় দিতে সময় করি ধার, এমনি করে ফুরিয়ে আসে হায়াৎ যে আমার। আহারে মন অবুঝ আমার একেবারেই শিশু, সময়ের দাম বুঝলে নাগো বুঝলে না যে কিছু। কল্পনাতে ভাসায় বেড়াও স্বপ্নীল কত ভেলা, সাঙ্গ হয়ে আসছে ক্রমে হায় জীবনের খেলা। ডাকছে মাটি নিয়ত তোমায় নিবিড় করতে মন, তুমি চরছো কল্পনালোকে ভেদি’ রঙীন গগন। দাও শক্তি বিধাতা মোরে লঙ্ঘিতে মায়াগিরি, সব পিছ দিয়ে একদম আসি ভুল পথ হতে ফিরি। ভরে নেই এ জীবন আঁচরে মুঠো মুঠো রবি কর, তোমায় আপন করতে করি অলীক সবকে পর।