জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

আমরা

আমরা ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনের সময়ের দেয়াল লিখন এবং ৫ আগস্ট রক্তস্নাত বিজয়ের পর দেশের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলোর একটি শক্তিশালী সংগ্রহ উপস্থাপন করেছি। প্রতিটি গ্রাফিতি আন্দোলনকারীদের অনুভূতি, প্রতিবাদ, এবং ন্যায়বিচারের দাবির প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মুখে মুখে ও সোশ্যালে ভেসে বেড়ানো স্লোগান, গান ও কবিতার সংরক্ষণ করছি। এরই মধ্যে বহুকিছু মুছে যেতে শুরু করেছে। এজন্য সংরক্ষণের কাজটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়া চলমান থাকবে, সবার সহযোগিতা একান্ত কাম্য।

বাকস্বাধীনতা রক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীন চর্চাকে তরান্বিত করার চিন্তা মাথায় রেখে যাত্রা করা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ’ জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়বস্তুর সংরক্ষণের প্রয়োজনীয়তা মাথায় রেখে ‘জুলাই গ্রাফিতি’ উদ্যোগটি নেয়। এতে সহযোগিতায় এগিয়ে এসেছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

ইয়াসির আরাফাত

সহ-প্রতিষ্ঠাতা, জুলাই গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতক ইয়াসির আরাফাত দৈনিক সমকালে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের আহ্বায়ক। বন্ধু ও অনুজদের নিয়ে জন্মজেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে ‘পাঠক সমাদর’ নামে দারুণ একটি পাঠাগার গড়ে তুলেছেন।

জামিল উর রহমান

সহ-প্রতিষ্ঠাতা, জুলাই গ্রাফিতি

জামিল উর রহমান একজন উদ্যোক্তা এবং ম্যানেজমেন্ট কন্সাল্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) স্নাতক জামিল উর রহমান বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা সম্পাদক (এমডি)।

মিনহাজ আমান

সহ-প্রতিষ্ঠাতা, জুলাই গ্রাফিতি

অপতথ্য ও মিডিয়া লিটারেসি গবেষক মিনহাজ আমান। তিনি বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ যুগ্ম আহ্বায়ক।

সিলমী সাদিয়া

সহ-প্রতিষ্ঠাতা, জুলাই গ্রাফিতি

বর্তমানে সিলমী সাদিয়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ফ্যাক্টচেকিং অ্যান্ড মিডিয়া রিসার্চ এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের যুগ্ম আহ্বায়ক সিলমী সাদিয়া খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সিনেমা, যোগাযোগ, সাংবাদিকতা নিয়ে গবেষণায় আগ্রহী। পড়তে ও ঘুরতে ভালবাসেন। নিজ শহর খুলনার এক ঝাঁক তারুণ্যকে সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়ন ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘ইয়ুথ ফোর্স ফর ওয়েলফেয়ার বাংলাদেশ’ (ওয়াইএফডব্লিউবিডি)। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সাঈদ মাহমুদ সোহরাব

প্রযুক্তি উপদেষ্টা, জুলাই গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা সাঈদ মাহমুদ সোহরাবের। তিনি পেশায় একজন ওয়েব প্রোগ্রামার এবং এসইও এক্সপার্ট।

মোহাম্মদ আবু সাঈদ

আর্কাইভ সহযোগী, জুলাই গ্রাফিতি

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আবু সাঈদ বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভে গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন। দ্য ডেইলি স্টার, বণিক বার্তাসহ বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেন। বাঙালি মুসলমানের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কাজ করেন; প্রকাশ হয়েছে একাধিক ব‌ই। আর্কাইভিস্ট হিসেবেও কাজ করেন; তৈরি করেছেন একাধিক আর্কাইভ।

সহযোগিতায়ঃ